অবতক খবর,৩০ অক্টোবর: রবিবার বাঁকুড়া থেকে জিনাতকে ধরা হয়। ঘুম পাড়ানি গুলিতে শান্ত করা হয় তাকে। এরপর আলিপুর চিড়িয়াখানা নিয়ে আসা হয়।

তবে না, চিড়িয়াখানায় আনা হচ্ছে মানেই তাকে এবার সবাই দেখতে পাবেন, এমনটা কিন্তু নয়। আসলে অনেকেই জানেন না, আলিপুর চিড়িয়াখানায় কিন্তু বন্যপ্রাণীদের চিকিৎসার দুর্দান্ত ব্যবস্থা আছে। চিড়িয়াখানার সঙ্গেই একটি পশুচিকিৎসা হাসপাতাল আছে। সেখানে রীতিমতো চিকিৎসকদের টিম।

ফলে কোনো বন্যপ্রাণী ধরা পড়লে বা আহত অবস্থায় মিললে আলিপুর চিড়িয়াখানার ‘হাসপাতালে’ আনাটাই দস্তুর। এক্ষেত্রে নিয়মমাফিক জিনাতের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। সেই কারণেই তাকে আলিপুর চিড়িয়াখানায় আনা হল।