অবতক খবর,৩ অক্টোবরঃ জিএসএফ অর্থ্যাৎ গান এবং শেল ফ্যাক্টরি কসিপুর নামে নবগঠিত প্রতিরক্ষা পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের একটি ইউনিট অ্যাডভান্সড উইপন্স অ্যান্ড ইকুইপমেন্ট ইন্ডিয়া লিমিটেড (AWEIL) যারা প্রথম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে। OFB-এর কর্পোরেটাইজেশনের পর ২০২১ সালের ১লা অক্টোবর থেকে AWEIL অস্তিত্বে এসেছে। আর প্রতি বছরের মতো এই বছরেও ইছাপুর রাইফেল ফ্যাক্টরির উদ্যোগে অ্যাডভান্সড উইপন্স অ্যান্ড ইকুইপমেন্ট ইন্ডিয়া লিমিটেড এর দ্বিতীয়তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়।

এদিন একটি শোভাযাত্রার মধ্যে দিয়ে এই দিনের অনুষ্ঠানের সূচনা করা হয়। সাথে সাথে ইছাপুর রাইফেল ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার জয়েন্ট কর মশাল জ্বালিয়েও এই দিন অ্যাডভান্সড উইপন্স অ্যান্ড ইকুইপমেন্ট ইন্ডিয়া লিমিটেডের প্রতিষ্ঠা দিবস পালিত হয়। আগামী দিনে বিশ্বের দরবারে অত্যাধুনিক এবং অভিনব উচ্চমানের রাইফেলের সাথে অস্ত্র প্রস্তুত করতে সক্ষম হবে বলে জানালেন তিনি।

 

 

১৭৬৯ সালে রাজা নবকৃষ্ণ দেবের কাছ থেকে ইছাপুরে জমি কিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৭৮৭ সালে ইছাপুর গান পাউডার ফ্যাক্টরির গোড়াপত্তন করে। পরবর্তীতে ইছাপুরে ২৫ হাজার রাইফেল ও কার্বাইন তৈরি করে বার্মিংহামে পাঠানোর সিদ্ধান্ত হলে ১৯০৪ সালের ২০ সেপ্টেম্বর ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে উৎপাদন শুরু হয়। ইচ্ছাপুর অস্ত্র কারখানার হাত ধরে দিনে দিনে গোটা দেশ তথা বিশ্বের দরবারে উপস্থাপন করেছে অত্যাধুনিক নানা রকম প্রতিরক্ষামূলক অস্ত্র। আজ সেই কারখানার সকল কর্মীদের উপস্থিতিতে উৎযাপন করা হলো AWRIL অর্থ্যাৎ অ্যাডভান্সড উইপন্স অ্যান্ড ইকুইপমেন্ট ইন্ডিয়া লিমিটেডের প্রতিষ্ঠা দিবস।