অবতক খবর,৩০ অক্টোবর: জাল নোটের কারবার, দিল্লিতে গ্রেফতার মালদার বাসিন্দা।দিল্লি পুলিশের স্পেশাল সেলের অভিযান, গ্রেফতার কৌসর আলি। ৯৫ হাজার টাকার জাল নোট-সহ মালদার বাসিন্দা গ্রেফতার।  আগেও জাল নোট কারবারে যুক্ত থাকার অভিযোগে কৌসরকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। সেই মামলায় হাজিরা দিতে গিয়ে ফের গ্রেফতার কৌসর আলি।