অবতক খবর,১৬ সেপ্টেম্বরঃ ভাটপাড়া পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের মাদ্রাল পালপাড়া কামারপুকুর এলাকায় স্থানীয় পুকুর থেকে ২০১৮ সালে মাছ ধরার সময় জাল টানতে গিয়ে চার চার বার জালে দক্ষিণা কালীর পোড়া মাটির মূর্তি ওঠায় এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। আর সেই থেকে উক্ত মূর্তিটিকে প্রতিষ্ঠা করে সেই থেকে উক্ত মূর্তিটিকে ঘিরে পূজা অর্চনা হয়ে আসছে।

আর আজ সেই জায়গায় অন্নকূট মহা ধুমধামের সহিত পালিত হচ্ছে। মন্ত্র গুপ্তির আওয়াজের পাশাপাশি ঢাকের তালে মাধ্যমে সাড়ম্বরে পালিত হচ্ছে মায়ের পূজা অর্চনা সহ অন্নকূট। স্থানীয় বাসিন্দাদের দাবি এই জায়গায় মায়ের প্রতিষ্ঠার পর থেকেই এলাকায় শান্তি বিরাজ করছে।