অবতক খবর,১৩ জানুয়ারি: রাজ্যের বিভিন্ন হাসপাতালে ভেজাল সেলাইনের রমরমা চলছে। ভেজাল ওষুধের জেরে রীতিমতো মৃত্যুর মুখোমুখি হতে হচ্ছে প্রসুতিদের।ওষুধের জাল কারবারি নিয়ে এবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্যারাকপুরে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, রাজ্যের সমস্ত হাসপাতালে জাল ঔষুধের রমরমা চলছে। অবিলম্বে রাজ্যজুড়ে গন আন্দোলন হওয়া দরকার। না হলে বাংলার মানুষ এই স্বৈরাচারী সরকারের হাত থেকে রেহাই পাবেনা। তৃণমূলের আপাদমস্তক দুর্নীতিতে নিমজ্জিত।