Aabtak Khabar,2 July: একজন প্র্যাকটিসিং আইনজীবীকে জালিয়াতির অভিযোগে গ্রেফতার করলো সাগরপাড়া থানার পুলিশ। অভিযোগ অনুযায়ী, সংশ্লিষ্ট আইনজীবী প্রতারণামূলকভাবে গুরুত্বপূর্ণ নথিপত্রে জালিয়াতি করেছেন। ঘটনাটি জানাজানি হতেই এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই আইনজীবীর এক ব্যক্তির কাছ থেকে প্রায় লক্ষাদিক টাকা নাই, এবং সে টাকা কোর্টের রায় অনুযায়ী একটি জায়গায় জমা করার কথা ছিলো, কিন্তু সেই টাকা ভোগ করে ধৃত আইনজীবী, এবং সেই জালিয়াতির অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং পর্যাপ্ত তথ্যপ্রমাণ সংগ্রহের পর অভিযুক্তকে গ্রেফতার করে। পরে তাকে ১৪ দিনের পুলিশ হেফাজত চেয়ে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয়।
এই ঘটনায় সাগরপাড়া থানার পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার পেছনে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের অংশ হিসেবে কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।
স্থানীয়দের মতে, একজন আইনজীবীর বিরুদ্ধে এমন অভিযোগে হতবাক তারা। আইন পেশার একজন সদস্যের কাছ থেকে এমন আচরণ সমাজের পক্ষে গভীর উদ্বেগজনক। ন্যায়বিচারের রক্ষক নিজেই যদি অপরাধে যুক্ত থাকেন, তবে সাধারণ মানুষের বিচারপ্রাপ্তির প্রতি বিশ্বাস সংকটে পড়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু হয়েছে।