অবতক খবর,১১ জানুয়ারি,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: জায়গা সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে নাদনঘাট থানা এলাকায়। মৃত তারকনাথ দুর্লভ (৬৫) নাদন ঘাটের দীর্ঘপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে ওই বৃদ্ধ পেশায় সাইকেল মিস্ত্রি। নাদন ঘাট বাজারে ব্যবসা রয়েছে তার। ছেলে কর্মসূত্রে ভিন রাজ্যে থাকে। বাড়ি তৈরিতে জায়গার ছাড় নিয়ে তার মেজ ভাইয়ের সাথে অশান্তি চলছিল।

শুক্রবার সন্ধ্যা নাগাদ এই নিয়ে এক দফা অশান্তি ও মারপিটের ঘটনা ঘটে। ঘটনার পরেই বৃদ্ধ তারকনাথ দুর্লভ অসুস্থ হয়ে পড়লে তাকে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে পাড়া-প্রতিবেশী ও আত্মীয়-স্বজনরা। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন । মৃতের মেয়ে মৌমিতা দুর্লভ প্রামানিকের অভিযোগ জায়গা নিয়ে অশান্তির সময় মেজ কাকা ও তার ছেলেরা বাবাকে ব্যাপক মারধর করে। তারপরই বাবা অসুস্থ হয়ে পড়ে ও মৃত্যু হয়।
পুলিশ জানায়, মৃত বৃদ্ধার মেয়ের অভিযোগের ভিত্তিতে নাদনঘাট থানার পুলিশ অভিযুক্ত মৃত বৃদ্ধার ভাই ধনঞ্জয় দুর্লভ সহ তার দুই ছেলেকে গ্রেপ্তার করেছে নাদন ঘাট থানার পুলিশ।
ধৃতদের আজ কালনা আদালতে পাঠান পুলিশ।
আদালত থেকে ৫ দিনের পুলিশ হেফাজতে নেয় নাদনঘাট থানার পুলিশ।