অবতক খবর,২০ ডিসেম্বর: শুক্রবার সকালে মুর্শিদাবাদের ফরাক্কা থানার বেনিয়াগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জাফরগঞ্জ এলাকায় গঙ্গার ধারে প্রচুর আধার কার্ড উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। আজ সকালে স্থানীয় বাসিন্দারা যখন গঙ্গার ধার দিয়ে যাচ্ছিলেন সেই সময় জাফরগঞ্জ এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ের অদূরে গঙ্গার ধারে শতাধিক ব্যক্তির আসল আধার কার্ড পড়ে থাকতে দেখেন । আধার কার্ডগুলো কিভাবে ওই এলাকায় এলো বা কে ফেলে গেল শুক্রবার দুপুর পর্যন্ত তা জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে- আজ সকালে গঙ্গার ধার দিয়ে যখন কিছু লোক যাচ্ছিলেন সেই সময় তারা জাফরগঞ্জ এলাকায় গঙ্গার ধারে প্রচুর আধার কার্ড পড়ে থাকতে দেখেন। প্রথম স্থানীয় বাসিন্দারা ভেবেছিলেন আধার কার্ডগুলো হয়তো বাতিল হওয়াতে সরকারি কোনও দপ্তর সেগুলো ফেলে গেছে। তবে কিছুক্ষণের মধ্যে বোঝা যায় গঙ্গার ধারে পড়ে থাকা আধার কার্ডগুলো সবই আসল।