অবতক খবর,২ এপ্রিল : জাদুঘরে বোমা আতঙ্ক গতকাল একটি মেইল আসে ভারতীয় জাদুঘর অফিসে। সেই ভিত্তিতে আজ গোটা জাদুঘর ঘিরে ঘিরে ফেলে নিউমার্কেট থানা। সকাল থেকেই তল্লাশি চলছে জাদুঘরের ভেতরে কোন দর্শককে ঢুকতে দেয়া হচ্ছে না। তার পাশাপাশি জাদুঘরের আশেপাশে জায়গায় তল্লাশি করছে নিউমার্কেট থানা পুলিশ। এখন পর্যন্ত কিছু পাওয়া যায়নি তল্লাশি এখনো চলছে।