অবতক খবর,৫ মার্চ,ইসলামপুর: মিলনপল্লী থেকে র‍্যালি শুরু হয় শহর বিভিন্ন এলাকা পরিক্রমা করে পাওয়ার হাউসে এসে শেষ হয়।
ডাবলুবিএসসিডিএল এর ইসলামপুর ডিভিশনাল ম্যানেজার সমীর চৌধুরী বলেন জাতীয় সুরক্ষা দিবস পালন করা হচ্ছে গোটা দেশেই সেই মতন পশ্চিমবঙ্গেও পালন করা হচ্ছে এবং চার থেকে দশ তারিখ অবধি ।
এই সপ্তাহ উপলক্ষে ইসলামপুরে আজ অনুষ্ঠিত হলো ।

চার থেকে দশ তারিখ অব্দি এই সপ্তাহ চলবে।
বিদ্যুৎ বিভাগের প্রত্যেকটি কর্মী ও আধিকারিকরা এই মিছিলে অংশগ্রহণ করেছেন। তিনি আরো বলেন শুধু বিদ্যুৎ ব্যবহার করলে হবে না সচেতন হতে হবে।
তিনি আরো বলেন এই মিছিলের মূল উদ্দেশ্য সকল জনসাধারণের মধ্যে একটি সুরক্ষার বার্তা পৌঁছে দেওয়া।
বাইট=সমীর কুমার চৌধুরী ডিভিশনাল ম্যানেজার ইসলামপুর বিদ্যুৎ বিভাগ।