অবতক খবর,মালদা:সানু ইসলাম;২৭ জানুয়ারি: বেহাল জাতীয় সড়কের কারণে দুর্ঘটনার মুখে পড়ল পণ্য বোঝায় লরি। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে চাঁচল হরিশ্চন্দ্রপুর ৮১ নম্বর জাতীয় সড়কের কনুয়া রহমতপুর এলাকায়।দুই লেনের জাতীয় সড়কের একদিকে রাস্তার কাজ দীর্ঘদিন ধরেই বন্ধ হয়ে রয়েছে।ফলে সেই বেহাল রাস্তা দিয়েই ভারী যানবাহনকে চলাচল করতে হচ্ছে।এদিন কনুয়া রহমতপুর এলাকার রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি পণ্য বোঝাই লরির আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।তাতে ওই চালক জখম হয়।

স্থানীয়রা ছুটে এসে লরি চালককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই জাতীয় সড়ক সংস্কারের কাজ বন্ধ হয়ে রয়েছে। যার ফলে এই এলাকার ৮১ নম্বর জাতীয় সড়কে মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটছে। এদিন সকালে একটি পণ্য বোঝায় লরি ডালখোলা থেকে হরিশ্চন্দ্রপুরে আসছিল।কনুয়া রহমতপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সেই লরিটি উল্টে যায়।অল্পের জন্য প্রাণে বেঁচেছে ওই গাড়ি চালক। দ্রুত এলাকার জাতীয় সড়ক সংস্কারের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।