অবতক খবর,৩ জানুয়ারি: জাতীয় সড়কের জায়গার গাছ নষ্টের অভিযোগ জলপাইগুড়ি জেলা জুড়ে। ইতিমধ্যেই এই বিষয়ে থানায় অভিযোগ জমা করেছেন জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থা। জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, জাতীয় সড়ক নির্মাণের সময় রাস্তার ধারে থাকা অনেক গাছ কাটা পড়েছে। তাই তারা রাস্তা নির্মাণের পর রাস্তার দুই ধারে বিভিন্ন চারা গাছ যেমন কৃষ্ণ চূড়া, মেহগনি, আকাশমণি, জাম প্রভৃতি লাগানো লাগিয়েছেন ।
অভিযোগ, রাস্তার ধারের সেইসব গাছ শুরু থেকেই নষ্ট করার চেষ্টা করছে কিছু অসাধু ব্যক্তি । রাতের অন্ধকারে এই কাজ করা হচ্ছে বলে অভিযোগ । জানা গিয়েছে, সম্প্রতি ময়নাগুড়ির উল্লাডাবরী এবং জলপাইগুড়ি হাইকোর্ট সংলগ্ন এলাকায় রাতের অন্ধকারে প্রচুর গাছ কেটে নষ্ট করেছে দুষ্কৃতীকারীরা ।
এই বিষয়ে জলপাইগুড়ির কোতোয়ালি এবং ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ জমা করেছে জাতীয় সড়ক নির্মাণ কারী সংস্থা । আরও অভিযোগ , এর আগেও এমন অপরাধমূলক কাজের বিরুদ্ধে জলপাইগুড়ি জেলার অধীনস্থ বিভিন্ন থানায় অভিযোগ জমা করা হয়েছিল । কিন্তু কাজের কাজ কিছু হয়নি । ময়নাগুড়ি থানার পক্ষ থেকে বিষয়টি দেখা হচ্ছে বলে জানানো হয়েছে ।