অবতক খবর,১ জুলাই: আজ স্বাধীনোত্তর ভারতবর্ষের অন্তর্গত পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন। ডাঃ বিধান রায় চিকিৎসক হিসেবে ছিলেন কিংবদন্তি। তাঁর জন্মদিনকে মানতা দিয়ে এই দিনটি জাতীয় চিকিৎসক দিবস হিসেবে সম্মানিত। এই দিনটির প্রতি বাঙালি হিসেবে আমাদের যুগপৎ গর্ব এবং অহংকার রয়েছে।
আজ কাঁচরাপাড়া পৌরসভা এই করোনা পরিস্থিতিতেও সামাজিক দূরত্ব বজায় রেখে তাঁর উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন। পৌরসভার স্বাস্থ্য বিভাগের কর্মীরা এবং অন্যান্য কর্মীরা সব মিলিয়ে প্রায় ৪০ জন সামাজিক দূরত্ব বজায় রেখে অর্থাৎ করোনার বিধি নিয়মকে মান্যতা দিয়ে ডাঃ বিধান রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করেন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইও তাপস মন্ডল, পূর্বতন উপ পৌরপ্রধান (বর্তমানে প্রশাসকের অধীন পৌরসভা) মাখন সিনহা, কাউন্সিলর সঞ্জীব সাহা,প্রভা বিশ্বাস, সুভাষ চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের প্রধান চিকিৎসক গৌতম সাহা এবং অন্যান্য দুজন চিকিৎসক।