অবতক খবর,২৯ আগস্ট,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমানঃ জাতীয় ক্রিয়া দিবস পালন কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মন্তেশ্বর ডাক্তার গৌরমোহন রায় রায় কলেজে। ২৯শে আগস্ট বিশ্ব বিখ্যাত হকি জাদুকর ধানচাঁদ এর জন্মদিন কে সামনে রেখে আজ দুপুরে মন্তেশ্বর ডাক্তার গৌরমোহন রায় কলেজের প্রাঙ্গণ থেকে কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে কলেজের অধ্যক্ষ বসন্ত খমরুই ও শিক্ষক-শিক্ষিকা সহ একটি র‍্যালি শুরু করে মন্তেশ্বর বিডিও অফিসের মোড় পর্যন্ত পরিক্রমা করে কলেজে এসে শেষ হয়। তারপর কলেজ প্রাঙ্গণে বিশ্ব বিখ্যাত হকি যাদুকর ধান চাঁদের পথিকৃতিতে মাল্যদানের মাধ্যমে কলেজের শারীর শিক্ষা বিভাগের ছাত্র-ছাত্রীদের দ্বারা পরিচালিত বিভিন্ন ভাবে দেশাত্মবোধক নাচ গান, ক্যারাটে, ও যোগাসন, বিভিন্ন খেলা সহ , মেয়েরা সব পারে একটি নাটকের মাধ্যমে, বিশ্ব বিখ্যাত হকি খেলোয়াড় ধানচাঁদ কে

শ্রদ্ধা জানিয়ে জাতীয় ক্রীড়া দিবস পালন করে ডাক্তার গৌর মোহন রায় কলেজ কর্তৃপক্ষ।
অধ্যক্ষ বসন্ত খামরুই জানান পড়াশুনোর সঙ্গে খেলাধুলোতে এগিয়ে আসতে হবে ছাত্র-ছাত্রীদের।
খেলাধুলো শরীর চর্চার অঙ্গ হলো শিক্ষারও একটি অঙ্গ।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ বসন্ত খামরুই ও কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও কলেজের ছাত্র ছাত্রীরা।