অবতক খবর,২৮ ডিসেম্বর: জাতীয় কংগ্রেসের ১৩৮ তম প্রতিষ্ঠা দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রতিষ্ঠা দিবস উদযাপন নদীয়ার শান্তিপুর শহর কংগ্রেস কমিটির। বৃহস্পতিবার সকালে শান্তিপুর ডাকঘর মোড় নেতাজি মূর্তিতে মাল্যদান করে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রতিষ্ঠা দিবস উদযাপন করলেন শান্তিপুর শহর জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকেরা।
যদিও রেল স্টেশন গোলপার্ক পর্যন্ত এই বর্ণাঢ্য শোভাযাত্রা বা রেলি হবে বলেই জানান কংগ্রেস কর্মী সমর্থকেরা। এই শোভাযাত্রা যেই রাস্তা দিয়ে যাবে তার পার্শ্ববর্তী বিভিন্ন মুনিঋষিদের মূর্তিতেও মাল্যদান করা হবে কংগ্রেসের পক্ষ থেকে। এদিন কংগ্রেস নেতৃত্বরা জানান, শান্তিপুর হল কংগ্রেসের ভিত, কংগ্রেসের বুনিয়াদ, তাই সমস্ত সাধারণ মানুষকে তাদের বার্তা, কংগ্রেসের সাথে হাত মিলিয়ে দেশের এই দুরবস্থা থেকে মুক্তি পেতে কংগ্রেসকে সমর্থন করুন।
যদিও বর্তমানে কংগ্রেসের আসন সংখ্যা সীমিত, সেই প্রসঙ্গে কংগ্রেস নেতৃত্ব জানান, হতে পারি আমরা দুর্বল, তবে আমরা ভবিষ্যতে সংগঠনকে মজবুত করে আরো এগিয়ে যাব।