অবতক খবর,২ অক্টোবরঃ জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম দিবসকে সামনে রেখে ইস্টার্ন কমান্ডের পক্ষ থেকে এদিন এক অভিনব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বীরগাথা

এই অনুষ্ঠানে একদিকে যেমন পশ্চিমবাংলা তথা পুর্ব ভারতের নানান বিপ্লবী ও তাদের কর্মকাণ্ডকে সামনে তুলে এনে তাদেরকে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়। অন্যদিকে বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় জওয়ানদের সাহসিকতার বিভিন্ন বিষয় তুলে ধরে তাদেরকেও সম্মানিত করা হয়। বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্র ছাত্রীদের সামনে ভারতীয় সেনা দেশের সুরক্ষার স্বার্থে কি কি ধরনের অস্ত্রশস্ত্র ব্যবহার করে তা হাতে ধরে পরখ করার সুযোগও করে দেওয়া হয়।

পাশাপাশি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ভারতীয় সেনায় যোগদানের জন্য যে নতুন পদ্ধতি বা প্রকল্পের সূচনা করা হয়েছে তার সুফল এর বিভিন্ন দিকও তুলে ধরেন এনারা।