অবতক খবর,৬ জানুয়ারি,ময়নাগুড়ি : আগামী ১০ ই জানুয়ারি শুরু হতে চলেছে জল্পেশ লক্ষ্মীকান্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্ল্যাটিনাম জুবিলি বর্ষের সমাপ্তি অনুষ্ঠান। তিনদিন ব্যাপী চলবে এই অনুষ্ঠান। এই তিন দিবসিও অনুষ্ঠানের মধ্যেই সমাপ্তি হবে প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠান। সেই অনুষ্ঠান উপলক্ষ্যে নতুন ভাবে সেজে উঠছে স্কুল। ইতিমধ্যেই স্কুলের মূল গেট নির্মিত হচ্ছে, গোটা স্কুল চত্বর রং করা হয়েছে। সাফাই করা হচ্ছে স্কুলের বিভিন্ন অংশ। স্কুল মাঠেই তৈরি হচ্ছে অনুষ্ঠান মঞ্চ, বসার জায়গা। হাতে সময় কম থাকায় জোর কদমে চলছে অনুষ্ঠানের প্রস্তুতি।
জানা গিয়েছে, ১৯৫০ সালের ১০ই জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছে জল্পেশ লক্ষ্মীকান্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়। তাই গত বছর ১০ ই জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে সূচনা হয় প্ল্যাটিনাম জুবিলি বর্ষ। সারা বছর নানা ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় এই প্ল্যাটিনাম বর্ষ। তার সমাপ্তি লগ্নে পৌঁছেছে স্কুল কর্তৃপক্ষ। আগামী ১০ থেকে ১২ ই জানুয়ারি পর্যন্ত চলবে সমাপ্তি অনুষ্ঠান। থাকবে নানা ধরনের অনুষ্ঠান, আমন্ত্রিত অতিথিদের সংগীতানুষ্ঠান। তাই সকল প্রাক্তন ছাত্র ছাত্রী, অভিভাবক, প্রাক্তন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষানুরাগী মানুষদের আমন্ত্রণ জানিয়েছেন উৎসব কমিটি।
এই বিষয়ে পরিচালন কমিটির সভাপতি কার্তিক চন্দ্র রায় বলেন, ৭৫ বছর বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে স্কুলের সমস্ত প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ও অভিভাব ও অভিভাবিকা দের স্কুলে আসার জন্য আহ্বান জানাচ্ছি, এবং সমস্ত ময়নাগুড়ি বাসিকে জল্পেশ লক্ষীকান্ত উচ্চতর মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ৭৫ তম বর্ষপূর্তি অনুষ্ঠানে আসার জন্য আহ্বান জানিয়েছেন, ১০ই জানুয়ারি থেকে ১২ ই জানুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপী থাকছে সংস্কৃতিক অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আসার জন্য আহ্বান জানাচ্ছি ।
সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে থাকছে ছেলে মেয়েদের উভয়ই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা জল্পেশ মোড় থেকে জল্পেশ স্কুল পর্যন্ত ৪ কিলোমিটার ম্যারাথন দৌড়ের প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে , এরই মাঝে যে সমস্ত প্রতিযোগী প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করবেন তাদের হাতে সার্টিফিকেট টফি ও পুরস্কার প্রদান করা হবে, পাশাপাশি অনুষ্ঠানের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন।
এই বিষয়ে জল্পেশ লক্ষ্মীকান্ত উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক গণেশ চন্দ্র সরকার জানিয়েছেন, স্কুলের এই তিন দিন অনুষ্ঠানে সকল প্রাক্তন ছাত্র-ছাত্রী ও বর্তমান ছাত্র-ছাত্রীদের অভিভাবক অভিভাবকদের অনুষ্ঠানে আসার জন্য আহ্বান করছি ,পাশাপাশি সমস্ত ময়নাগুড়িবাসীকে আমাদের এই তিন দিনের অনুষ্ঠানে আসার জন্য অনুরোধ করছি।