অবতক খবর,১ অক্টোবর: জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গা ১ নং গ্রাম পঞ্চায়েতের, জল্পেশ মোড় বিপ্লব সংঘের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সোমবার।
এই দিন প্রায় ৩০০ বেশি বিভিন্ন চারা গাছ রোপন করা হয়, এই দিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায়, মাধবডাঙ্গা ১নং গ্রাম পঞ্চায়েত প্রধান তপী রায়,মাধবডাঙ্গা ১ নং গ্রাম পঞ্চায়েত উপপ্রধান পবিত্র রায় সমাজসেবী মিঠু রায় সহ ক্লাবের সদস্যরা।
এই বিষয়ে ক্লাব সভাপতি বলেন আজ জল্পেশ মোড় বিপ্লব সংঘের পক্ষ থেকে জল্পেশ মোড় এলাকায় বিভিন্ন ধরনের পাড়ায় ৩০০ বেশি চারা গাছ বিভিন্ন এলাকায় আমরা বৃক্ষরোপণ করি, এবং মূল লক্ষ হল সবুজায়নের লক্ষ্য, এবং পরিবেশকে রক্ষা করা।