অবতক খবর,৫ সেপ্টেম্বর,পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের তারাচাঁদবাড়ের এলাকাবাসীদের অভিযোগ! তারাচাঁদবাড়ের শিশু শিক্ষা কেন্দ্র স্কুলের পাশে একটি সামারসীবল আছে, সেখান থেকে তারা পাইপলাইন লাগিয়ে তাদের বাড়ি পর্যন্ত জল নিয়ে যেত। তৃণমূলকে ভোট দেয়নি এই অভিযোগে আজ সকালে ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্থাৎ মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাবিবুল রহমান নিজে দাঁড়িয়ে থেকে সেই পাইপ লাইন কেটে দিয়েছে। অপরদিকে মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাবিবুল বাবু জানিয়েছেন তিনি সমস্ত এলাকাবাসীর প্রধান, এখানে রাজনৈতিক কোন কিছু ভিত্তি নেই। নিয়ম অনুযায়ী সাবমারসিবল থেকে যে জলের ট্যাপ করা রয়েছে সেখান থেকে প্রত্যেককে জল নিয়ে যেতে হবে। কিন্তু ওই এলাকার কয়েকজন সাবমারসিবল পাম্পে এক্সট্রা পাইপ লাগিয়ে ২০০ থেকে ৩০০ মিটার দূরত্ব পর্যন্ত নিজেদের বাড়িতে জল নিয়ে যাচ্ছে। তাতে সাবমারসিবল পাম্পের ক্ষতি হচ্ছে। বাড়ি পর্যন্ত পাইপলাইন করে জল নিয়ে যাওয়াটা নিয়ম নয়। তাই আজ এক্সট্রা পাইপ গুলোকে কেটে দেওয়া হয়েছে। এখানে কোন রাজনৈতিক অভিসন্ধি নেই। তবে ঘটনায় রাজনৈতিক টানা পড়ান শুরু হয়েছে।