অবতক খবর,হরিশ্চন্দ্রপুর:সানু ইসলাম;২৪ সেপ্টেম্বর: টানা চার দিনের বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে এলাকা।গৃহহীন হয়ে পড়েছে ১০ টি মুসহর সম্প্রদায়ের দিনমজুর পরিবার।এই বৃষ্টিতে কোথায় গিয়ে আশ্রয় নিবেন দিশেহারা হয়ে পড়েছেন ওই গৃহহীন পরিবারগুলি।এমনকি পরিবার গুলিতে দেখা দিয়েছে চরম খাদ্য সংকট।শুকনো ভাত ও খিচুড়ি খেয়ে কোনোরকমে দিন‌গুজরান করছে পরিবারগুলি।সরকারি সাহায্যের

আশায় তীর্থের কাকের মত চেয়ে রয়েছেন পরিবারের সকলে।হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ধুমসাডাঙ্গি গ্রামে এই চিত্র ধরা পড়েছে।জানা গিয়েছে,গত বৃহস্পতিবার থেকে নিম্নচাপের ফলে সারা উত্তরবঙ্গের পাশাপাশি হরিশ্চন্দ্রপুরেও শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি।গত কালকের বৃষ্টির জেরে ধুমসাডাঙ্গি গ্রামের ১০ টি মুসহর সম্প্রদায়ের পরিবার জলবন্দি হয়ে পড়েছে।বাড়ির উঠানে প্রায় হাটু সমান জল জমে রয়েছে।এমনকি বাড়িতে প্রবেশ করতে শুরু করেছে জল।সপরিবারে বাচ্চা-বৃদ্ধ নিয়ে বড় সমস্যায় পড়েছেন পরিবারগুলি।সাপ ও

পোকামাকড় বাড়িতে ঢুকে যাওয়ার আশঙ্কায় রয়েছে।অপরদিকে কাঁচা বাড়িগুলোতে ধরেছে ফাটল।জরাজীর্ণ ঘরের চাল ভেদে মেঝেতে জল জমে

রয়েছে।নলকূপ পর্যন্ত জলের তলায় তলিয়ে গেছে।অভিযোগ,জল নিকাশি না থাকার কারণে সামান্য বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ছে এলাকা।জমা জল দিন দিন বেড়ে চলেছে।রাস্তা থেকে মানুষের বাড়িতে ঢুকে যাচ্ছে জল।বাচ্চা ও বয়স্ক ব্যক্তি রয়েছে বাড়িতে,তাদের পক্ষে আরও বিপজ্জনক।এই নোংরা জমা জলের কারনে নানা রোগ দেখা দিতে পারে।মূলত বর্ষা শুরুতেই এমন ঘটনা। গোটা বর্ষা সামনে তাতেই আতঙ্কে রয়েছে তারা।