অবতক খবর :: জলপাইগুড়ি ::   আজ জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা ঘুরে দেখলেন বিজেপী সাংসদ জয়ন্ত রায়। সেখানে গিয়ে বাজারের সবজী ওয়ালা এবং ফলওয়ালাদের সাথে কথা বলেন তিনি। তাদের সুবিধা অসুবিধার কথা তাদের সাথে আলোচনা করেন।

এদিন ঘোগোমালি বাজার, হায়দারপাড়া সবজি বাজার, অঞ্চল বাজার সহ দূর্গানগর কলোনির বিভিন্ন এলাকায় মাস্ক বিতরণ করেন তিনি। পাশাপাশি করোনা মোকাবিলায় সতর্কতা অবলম্বন করার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করেন তিনি। এছাড়াও ফুলেশ্বরী ও জোরাপানী নদীর সমস্যা নিয়ে উপযুক্ত পদক্ষেপ নেবার আশ্বাস দেন তিনি।

এদিন বিজেপী সাংসদকে দেখতে রাস্তায় ভীড় ছিলো যথেষ্ট ই।তবুও সাংসদ মানুষকে সতর্ক করে দেন যথেষ্ট পরিমানে দুরত্য বজায় রেখে চলতে।এদিন সাংসদ বিভিন্ন বাজার এলাকা ঘুরে প্রত্যেকের সাথে কথা বলেন এবং প্রত্যেকের হাতে সানিটাইজার এবং মাষ্ক তুলে দেন।