অবতক খবর :: জলপাইগুড়ি :: ২৪ জুন :: জলপাইগুড়ি জেলার উত্তরবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স প্যাঙ্গলিন ফজনু মোহাম্মদ নামে এক পাচারকারীকে হাতেনাতে ধরল। ধৃত পাচারকারী রাজগঞ্জ ব্লকের বৈকুন্ঠপুর জঙ্গল লাগোয়া মান্তাদারি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
বনদপ্তর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সে জঙ্গলের বন্যপ্রাণী পাচার করত। মঙ্গলবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে ফজনু মোহাম্মদের বাড়ি হানা দেয় বনকর্মীরা। আজ কোর্টে তোলা হয়, বিচারপতির নির্দেশে উদ্ধার হওয়া বন্যপ্রাণীটিকে শিলিগুড়ির বেঙ্গল সাফারি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।