অবতক খবর,২৬ সেপ্টেম্বর: জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে ও ময়নাগুড়ি থানার ব্যবস্থাপনায় রক্তদান শিবির আয়োজন করা হয়েছে।
এদিন উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান্ডে বাহালি উমেশ গনপদ, অতিরিক্ত পুলিশ সুপার, সমীর আহমেদ, ডিএসপি ক্রাইম উদ্রো নারায়ণ সাউ, ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ, , সহ অনেকেই।
এদিন রক্তদান শিবির ফিতে কেটে উদ্বোধন করেন পুলিশ সুপার, পাশাপাশি এদিন উত্তরীয় ব্যাস ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয় অতিথিদের। এ দিনের এই রক্তদান শিবির লাইনস ক্লাব অফ ময়নাগুড়ি সেবার সহযোগিতায় আয়োজন করেন জেলা পুলিশের নির্দেশে ময়নাগুড়ি থানা।
পাশাপাশি এদিন লাইনস ক্লাব অফ ময়নাগুড়ি সেবার পক্ষ থেকে জেলা পুলিশ সুপারের হাতে একটি সড়ক সম্মান তুলে দেন।