অবতক খবর,১ ডিসেম্বর: রবিবার শহরের উত্তরা ক্লাব, নয়া দিশা স্বেচ্ছা সেবি সংগঠণ এবং লায়ন্স ক্লাব সেবা জলপাইগুড়ি সেবার যৌথ উদ্যোগে এমন এক অনবদ্য রক্তদান শিবিরের আয়োজন করে তাক লাগিয়ে দিয়েছেন উদ্যোক্তারা,
একদিকে শরীর থেকে যখন বেড়িয়ে যাচ্ছে আরেকটি প্রাণ বাঁচাতে রক্ত ঠিক সেই সময় বাতানুকূল বিশেষ গাড়ীর ভেতর থাকা রক্তদাতা বিভোর হয়ে রয়েছেন গান, ভিডিওতে প্রদর্শিত দৃশ্য দেখতে।
এদিনের এই শিবিরে রক্তদান সহ বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং রক্তে সুগারের মাত্রা পরিমাপ করা হয়।
এই প্রসঙ্গে উত্তরা ক্লাবের সম্পাদক অভিজিৎ সরকার বলেন, নয়া দিশা, এবং লায়ন্স ক্লাব সেবার সহযোগিতায় আজকে আমরা এই অত্যাধুনিক এবং মনোমুগ্ধকর পরিবেশে রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা সহ ব্লাড সুগার পরিমাপের আয়োজন করেছি ,এবং সাধারন মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই উদ্যোগ সফল হলো।