অবতক খবর, সংবাদদাতা , হুগলি :: আজ দুপুরে হুগলি জেলার মগরা থানার অন্তর্গত ত্রিবেণী কদমতলা এলাকায় জমি বিবাদের জেরে কাঠারি দিয়ে মাথায় কোপ মারলো জমির মালিক শিবানী বিবিকে।জানা যায় ঐ এলাকার বাসিন্দা তারকনাথ চৌধুরী সে তার নিজের জমি দুবছর আগে ঐ এলাকারই আর এক বাসিন্দা শিবিনী বিবির কাছে বিক্রি করে দেয়।

আজ দুপুর শিবানী বিবি শুনতে পায় সেই তারকনাথ চৌধুরী বাড়ি করছে।সেই দেখতে গিয়ে তারকনাথের বাড়ির পরিবারের লোকজনরা কাঠারি দিয়ে মাথায় কোপ মারেন বলে অভিযোগ করেন। সঙ্গে সঙ্গে স্হানীয় লোকজনরা মগারা গ্রামিন হসপিটালে নিয়ে যান।এ বিষয়ে মগরা থানাতে অভিযোগ করেন। গোটা বিষয়টি মগরা থানার পুলিশ তদন্ত করে দেখছেন।