অবতক খবর,৩ মার্চ: জমি বিবাদকে কেন্দ্র করে দুই গ্রামের দুই পরিবারের মধ্যে তুমুল উত্তেজনা ছড়ালো চোপড়া ব্লকের চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েত এলাকায় । জানা গেছে, মুন্সিগছ ও বেগলুগছ গ্রামের মধ্যবর্তী এলাকায় মেলার জন্য জমি রয়েছে । সেই জমিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় । সোমবার এক পক্ষ মেলার জমিতে টাকটার দিয়ে হাল চাষ করতে গেলে অপরপক্ষ বাধা দিলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয় বলে জানা গেছে ।
এই ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন জখম হয় । তাদের উদ্ধার করে দোলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় । স্থানীয় সূত্রে জানাগিয়েছে যে,শাজাহান ও পানবর আলীর মধ্যে জমি নিয়ে সমস্যা রয়েছে ।এদিন পানবর আলীর লোকজন জমিতে ট্রাক্টর নিয়ে হাল দিতে গেলে অপরপক্ষ বাধা দিলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয় বলে জানা গিয়েছে । এ বিষয়ে দুই পক্ষই থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন ।