অবতক খবর,২৬ ফেব্রুয়ারি: জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে চরম উত্তেজনা উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার বিন্দানন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোয়ালডোব গ্রামে। ভাঙচুর করা একটি টিনের ঘর। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
সূত্রের খবর, চাকুলিয়া থানার বিদ্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোয়াল্ডোব গ্রামে খাস ৪১ শতক জমির দখল আব্বাস,ইসাক সহ বেশ কয়েকজনের। দাউদ সেনের দখলে ১৬ শতক খাস জমি। সেই জমিতেই দাউদ সেন একটি টিনের ঘর তৈরী করেন । দুটি জমি নিয়েই আদালতে মামলা বিচারাধীন। সোমবার সকালে আব্বসের লোকেরা দাউদ সেনের জমিতে তৈরী টিনের ঘর ভেঙে দেয়।এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ বাধে। উত্তেজনার খবর পেয়ে চাকুলিয়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌছায়। পুলিশ সেখানে হাজির হওয়ায় দুই পক্ষ সেখান থেকে গা ঢাকা দেয়।
স্থানীয় বাসিন্দা মহম্মদ তসরিফ আলম জানিয়েছেন, জমি নিয়ে দুই পক্ষের বিবাদকে কেন্দ্র করে সামান্য উত্তেজনার সৃষ্টি হয়েছিল।এই ঘটনায় রাজনীতির কোন সম্পর্ক নেই।পুলিশ দুই পক্ষের সঙ্গে আলোচনার করে পরিস্থিতি স্বাভাবিক করে।