অবতক খবর,৩০ ডিসেম্বর: প্রায় ১৯৭০ সাল থেকে শ্যামনগর নিরঞ্জন সেন পল্লী এলাকায় নেতাজী সংঘের খেলার মাঠ রয়েছে। প্রতিদিন এখানে এলাকার শিশুরা খেলাধুলা করে। কিন্তু হঠাৎ করে আজ সকালবেলায় ভবানীপুর থেকে আসা এক ব্যক্তি নিজেদের জমি দাবি করে জমিটি অধিগ্রহণ করতে মাঠটি মাপামাপি শুরু করে। কিন্তু স্থানীয় বাসিন্দারা তাকে বাধা দেয় এবং নিজেদের ক্লাবে আটকে রাখে।

অভিযুক্ত ব্যক্তি নিজেকে শংকর রায় বলে পরিচয় দেয় তিনি ভবানীপুরের বাসিন্দা তাকে রতন রায় নিজেদের জমি অধিগ্রহণ করার জন্য তাকে পাঠিয়েছে বলে দাবি করেন তিনি। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে জগদ্দল থানার পুলিশ পৌঁছে তাকে জিজ্ঞাসাবাদ করে শঙ্কর রায় কে আটক করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা চায় এই মাঠ টি খেলার মাঠ হিসেবে দীর্ঘদিন ধরে হয়েছে। জমি মাফিয়ারা এই জমিটি দখল করার জন্য চেষ্টা করছে। কিন্তু এই মাঠটি শিশুদের খেলার মাঠ হিসেবেই থাকুক এটাই দাবি স্থানীয় বাসিন্দাদের।