অবতক খবর :: মুর্শিদাবাদ :: মুর্শিদাবাদ জেলার জঙ্গীপুর পৌরসভা গতকাল ১২ দফা দাবি নিয়ে প্রশাসক মোজাহারুল ইসলামের কাছে অভিযোগ পত্র জমা দেয় সিপিআইএম।
দীর্ঘদিন ধরে জঙ্গিপুর পৌরসভার অন্তর্গত রবীন্দ্র ভবনের সামনে ময়লা আবর্জনার স্তুপ জমের আছে এরই প্রতিবাদে সিপিএমের এরিয়া কমিটির সদস্য সোমনাথ সিংহ নেতৃত্বে ধরনায় বসে সিপিএমের কর্মীবৃন্দ।
সোমনাথ বাবু বক্তব্য যারা সাংস্কৃতিক প্রেমিক মানুষ আছেন তারা কোনদিনই মেনে নেবেন না রবীন্দ্র ভবনের সামনে এইরকম আবর্জনা স্তুপ তাই সিপিআইএম পক্ষ থেকে লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়া হবে এবং রবীন্দ্র ভবনের সামনে কোন রকম নোংরা ফেলতে দেওয়া হবে না বলে তিনি জানান।