অবতক খবর,১৭ ডিসেম্বর: আর জি করের ঘটনায় কেন জামিন পেল সন্দীপ ঘোষ, অভিজিৎ মন্ডল। তার জবাব চাইতে নাগরিক সমাজের স্বাস্থ্য ভবন অভিযান।

TICU, শ্রমজীবী সমাদ্বয় কমিটি সহ একাধিক সংগঠনেরপক্ষ থেকে করুণাময়ীতে জমায়েত, সেখান থেকেই মিছিল করে স্বাস্থ্য ভবন অভিযান। আর জি করের ঘটনায় সন্দীপ ঘোষ অভিজিৎ মন্ডল কেন জামিন পেল জবাব চেয়ে আজকের এই স্বাস্থ্য ভবন অভিযান।

জামায়েত শুরু হল করুণাময়ী মেট্রো স্টেশনের সামনে।