অবতক খবর,৩ ডিসেম্বর: বীজপুর উত্তীর্ণ-র সহঃ সম্পাদিকা শ্রীমতী শুক্লা শীল মহাশয়ার অনুরোধক্রমে তার শ্বশ্রুমাতা স্বর্গীয়া কমলাদেবীর অষ্টম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠান আজ দুপুরে কাটাগঞ্জ, নির্মল মোড়ে স্বামী বিবেকানন্দ বৃদ্ধ-বৃদ্ধা সেবাশ্রমে পালন করা হয় । এই অনুষ্ঠানে স্বর্গীয়া কমলা দেবীর প্রতিকৃতিতে মাল্যদান করে উত্তীর্ণ-র সমস্ত সদস্য এবং সদস্যাবৃন্দ শ্রদ্ধাজ্ঞাপন করেন এবং এক মিনিট নীরবতা পালন করে তাঁর আত্মার শান্তি কামনা করা হয় । এরপর ঐ সেবাশ্রমের আবাসিক ও সংলগ্ন এলাকার দুঃস্থ মানুষদের নিয়ে প্রায় শতাধিক লোকের মধ্যাহ্নভোজের আয়োজন করা হয় । এই অনুষ্ঠানে উত্তীর্ণ-র সকল সদস্য ও সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করতে প্রয়োজনীয় সহযোগিতা করেছেন উক্ত সেবাশ্রমের কর্তৃপক্ষ ও কর্মীবৃন্দ।


অন্যদিকে ‘উত্তীর্ণ’ তাদের জনসেবার কার্যক্রম বিস্তৃত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দুঃস্থ, অর্থনৈতিকভাবে বিপন্ন মানুষের পাশে প্রতিনিয়ত কাজ করে চলেছে উত্তীর্ণ। উত্তীর্ণ-এর অন্যতম নেতৃত্ব পঞ্চানন দাস বলেন, যখন কোন প্রতিষ্ঠান, কোন অঞ্চলের মানুষ কারোর মারফত সংবাদ দিচ্ছে যে তাদের সাহায্যের প্রয়োজন, আমরা চেষ্টা করছি দ্রুত তাদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা সামাজিকভাবে দায়বদ্ধ,তাই আমরা এই কাজটিকে কোন দয়ার বিষয় নয়, কর্তব্যের বিষয় মনে করে এগিয়ে চলেছি। উত্তীর্ণ’র সভাপতি প্রাণেশ্বর মণ্ডল বলেন, আপনারাও সাংবাদিক বিভিন্ন জায়গায় দুঃস্থ মানুষ রয়েছে সেই সংবাদ আপনারা জানেন। সেসব যদি আমাদের কাছে আনেন আমরা তাদের পাশে দাঁড়ানোর যথাসাধ্য চেষ্টা করব।