অবতক খবর,৯ মার্চ,ত্রিপুরা :- রবিবার দুপুরে বিশেষ বিমানে করে ঝটিকা সফরে ত্রিপুরায় আসলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডাকে সকল ত্রিপুরাবাসীর পক্ষ থেকে স্বাগতম জানান।

ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন ত্রিপুরা সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত সুবিশাল জনসভায় সম্বোধন করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। এদিন দুপুরে আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে জগৎ প্রকাশ নাড্ডা পদার্পণ করতেই জনজোয়ারে ভাসলেন তিনি ….