অবতক খবর,৫ মার্চ,মালদা:- জঞ্জাল সাফাই-এর কাজে আরও গতি আনতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ইংরেজবাজার পৌরসভা। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের অধীনে ওয়ার্ডে ওয়ার্ডে গাড়ির ব্যবস্থা করছে জঞ্জাল সাফাইয়ের জন্য। বুধবার জঞ্জাল সাফাইয়ের সেই গাড়ি পেল পৌরসভার ২৪নং ওয়ার্ড। যা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন ২৪নং ওয়ার্ডের কাউন্সিলর সুতপা দাস ঘোষ।

তিনি নারকেল ফাটিয়ে জঞ্জাল সাফাইয়ের গাড়ির আনুষ্ঠানিক পথচলা শুরু করেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে কাউন্সিলর সুতপা দাস ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন ২৪নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শশাঙ্ক বসাক, সমাজসেবী রতন ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই প্রসঙ্গে কাউন্সিলর সুতপা দাস ঘোষ জানান, ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে জঞ্জাল সাফাই-এর জন্য তারা একটি গাড়ি পেলেন।

যা এখন থেকে দিবারাত্রি গোটা ওয়ার্ড এলাকায় ঘুরবে। বাড়ি বাড়ি থেকে পচনশীল ও আচনশীল আবর্জনা পৃথক পৃথকভাবে সংগ্রহ করবে। এজন্য তারা ওয়ার্ড এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষকে এই বিষয়ে সচেতন করছেন। যাতে তারা আবর্জনা পৃথকীকরণ করে জঞ্জাল সাফাইয়ের গাড়ি ফেলেন।