অবতক খবর,৫ নভেম্বরঃ জঙ্গিপুর মহকুমা হাসপাতাল চত্বর থেকে এক বাইক চোরকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয় লোকজন। তারপর, তাকে গণধোলাই দেয় জনতা। শনিবার সকালে ঘটনায় হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিস। কার্যত পুলিসের সামনেই তাকে উত্তম মধ্যম দেয় উপস্থিত লোকজন। তারপর তাকে, পুলিস উদ্ধার করে নিয়ে যায়।