অবতক খবর,২৩ নভেম্বর: উল্লেখ্য প্রায় ২ দশক আগে তৈরি হয়েছে জঙ্গিপুর ভাগীরথী গঙ্গা ব্রিজ । কিন্তু জনসাধারণের সুবিধার্থের কথা মাথায় রেখে ব্রিজের তিনটি সিঁড়ি নির্মাণ হয়েছিল।
প্রশাসনের দাবি এই ব্রিজে প্রতিনিয়ত দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ তাই দুর্ঘটনা রুখতে রঘুনাথগঞ্জের দিকে সিঁড়ি বন্ধের সিদ্ধান্তের পদক্ষেপ গ্রহণ করেন প্রশাসন , এলাকাবাসীর দাবি রাতের অন্ধকারে কোনো নোটিশ ছাড়াই ব্যবহৃত সিঁড়ি বন্ধ রুখতে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেন এলাকাবাসীর।
ঘটনায় বৃহস্পতিবার রাত্রে চাঞ্চল্য ছড়ায় ব্রিজের সিঁড়ি চত্তরে। গভীর রাত পর্যন্ত চলে এই বিক্ষোভ প্রদর্শন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিস। বিক্ষোভকারীদের বোঝাতে ব্যর্থ হয় পুলিস। এলাকাবাসীর চাপের কাছে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় পুলিস।
শেষ পর্যন্ত সিঁড়ির কাজ বন্ধ রাখা হয়। শুক্রবার সকালে ফের একবার ঘটনাস্থলে যায় রঘুনাথগঞ্জ থানার পুলিস। পুলিস এসে এলাকাবাসীর সঙ্গে কথা ও বলেন। সিঁড়ি বন্ধ করা যাবে না বলে দাবি তুলেছেন এলাকাবাসী।
প্রশাসনের দাবি প্রতিনিয়ত ব্রিজের সিঁড়ির কাছে টুকটুক সহ বিভিন্ন যানবাহন দাঁড়িয়ে যাত্রীর ওটানামার জেরে দুর্ঘটনায় কবলে পড়ছেন আমজনতা ,তাই দুর্ঘটনা রুখতে এই সিঁড়ি বন্ধের পদক্ষেপ।
এলাকাবাসীর দাবি এই সিঁড়ি দিয়ে বহু মানুষ ওটানামা করে নিত্যদিনের কাজে যান, সাধারণ মানুষ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন যে সমস্ত গাড়ি সিঁড়ির কাছে দাঁড় করিতে যাত্রী ওঠানামা করাচ্ছেন তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা করা হোক এবং সিঁড়ি যেমন অবস্থা ছিল সেই অবস্থায় রাখা হোক জন সাধনের সুবিধার্থে।