অবতক খবর,৯ আগস্ট: জঙ্গিপুর পৌরসভার ভাগীরথী লজ মহরম এবং শ্রাবণী মেলা নিয়ে সরকারি বৈঠক অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলা ট্রাফিক ডিএসপি আব্দুল কোয়াইম,পৌরসভার চেয়ারপার্সন মোজাহারুল ইসলাম, রঘুনাথগঞ্জ থানার আইসি পার্থ ঘোষ, বিদ্যুৎ তরফদার, এসডিপিও রঘুনাথগঞ্জ ১ এবং ২ এর সভাপতি ও আরো অনেকে।