অবতক খবর,১ নভেম্বর: জঙ্গিপুর পুলিশ জেলার জঙ্গিপুর পুলিশ ফাঁড়ি সংলগ্ন শ্যামা পুজো ও মালখানার শুভ উদ্বোধন হলো। রানী ভবানী প্রতিষ্ঠিত এই শ্যামা পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী মহম্মদ আখরুজ্জামান, জঙ্গিপুরের পুলিশ সুপার আনন্দ রায়।

এছাড়া ও ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ নাসিম, এডিপিও প্রবীর মন্ডল, রঘুনাথগঞ্জ থানার আইসি সদীপ চট্টোরাজ সহ জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির ওসি পলাশ পাল। এছাড়াও উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ -২ ব্লকের বিডিও দেবোত্তম সরকার ও পঞ্চায়েত সমিতির সভাপতি মমিনা খাতুন।এদিন শিশুরা নৃত্য পরিবেশন করেন। শ্যামাপুজোর দর্শন পেতে স্থানীয় মানুষজন আসেন। মন্ত্রী মহম্মদ আখরুজ্জামান বলেন জঙ্গিপুর বরাবর সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলেছে।

তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বার বার বলেনধর্ম যার যার উৎসব সবার। এছাড়াও এদিন তিনি সকলকে শ্যামা পূজো পূজা ও দীপাবলীর শুভেচ্ছা জানান।