অবতক খবর , সুজিত ,হুগলী:-   শেওড়াফুলি নোনাডাঙ্গা এথেলেটিক ক্লাবের ২৬ বছরের জগদ্ধাত্রী পূজো উদ্বোধন করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যান ব্যানার্জী, সঙ্গে ছিলেন বৈদ্যবাটী পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান অজয় প্রতাপ সিং।

 

 

 

করোনা আবহে সরকারি সব নিয়ম মেনে চলছে পূজো। পূজো মন্ডপ থেকে মাস্ক বিতরন করা হয়। পুষ্পাঞ্জলী এবং ভোগ বিতরন সরকারি সব নিয়ম মেনে হবে বলে জানান পূজো উদ্যক্তারা। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে না সেটা বন্ধ রাখা হয়েছে।