অবতক খবর,২৮ অক্টোবর: রেশন দুর্নীতি মামলায় তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। শুক্রবার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি থেকে ২০ ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর তাকে গ্রেফতার করেন ইডির আধিকারিকরা। যার প্রতিবাদে আজ দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্বের তরফ থেকে বিভিন্ন বিধানসভায় প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে। জগদ্দল বিধানসভার অন্তর্গত আতপুর রথ মেলার মাঠের সামনে বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল আতপুর- জগদ্দল শহর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

সেখানে উপস্থিত হয়েছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং।এছাড়াও ছিলেন জগদ্দল টাউন সভাপতি হিমাংশু সরকার, কাউন্সিলর সোমনাথ তালুকদার, প্রবীর বৈদ্য, তৃণমূল নেতা মন্নু সাউ, ও অন্যান্য নেতৃবৃন্দ। সেখানে দাঁড়িয়ে সাংসদ বলেন, আমাদের দলের পুরনো কর্মী অভিক্ত জেলার সভাপতি কে ইডি গ্রেফতার করেছে। তবে আমাদের দুর্ভাগ্য দোষ প্রমাণিত হওয়ার আগেই মিডিয়ার একাংশ তার ট্রায়াল শুরু করে দিয়েছে। আমরা যখন ১০০ দিনের কাজের ন্যায্য টাকা চেয়ে দিল্লিতে আন্দোলন করেছি তারপরেই কেন্দ্রীয় এজেন্সি দিয়ে আমাদের দলের নেতা কর্মীদের দিয়ে গ্রেপ্তার করানো হচ্ছে।যা বাংলার মানুষ মেনে নিতে পারছে না।