অবতক খবর,১৬ অক্টোবর: শ্রমিক মালিক অসন্তোষের জেরে মাঝে মাঝেই অবরুদ্ধ হয়ে পড়ে ব্যারাকপুর শিল্পাঞ্চলের নানা কলকারখানা। শ্রমিকদের স্বার্থে এবার জগদ্দল জুট মিলের সামনে এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছিল বেঙ্গল মজদুর চটকল ইউনিয়নের সদস্যরা। মূলত তাদের দাবি ছিল, অবিলম্বে মিল কর্তৃপক্ষকে শ্রমিকদের দৈনিক মজুরি এক হাজার টাকা করতে হবে। এমনকি দীর্ঘদিন ধরে যেসব শ্রমিকদের বকেয়া টাকা কর্তৃপক্ষ আটকে রেখেছে তাও যত দ্রুত সম্ভব তাদের ফেরত দিতে হবে।

বেশ কয়েক দফা দাবি নিয়ে বেঙ্গল মজদুর চটকল ইউনিয়নের এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছিলেন শ্রমিকদের একাংশ। তারা এও হুশিয়ারি দিয়েছেন, শুধু জগদ্দল মিলের জন্যই নয় আগামী দিনে সমস্ত মিলের গেটে সভা করে তারা আন্দোলন জোরদার করবে।