অবতক খবর,৭ মে: আগামী ১২ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা জগদ্দলের টিটাগড় পেপার মিলের মাঠে। ওই মাঠ জিলিবি মাঠ নামেই বেশি পরিচিত। অভিযোগ, সভা বানচাল করতে জেসিবি দিয়ে মাঠ খুঁড়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলায় প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে আসেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া।
বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের অভিযোগ, পার্থ ভৌমিকের নির্দেশে পুরপ্রধান ও তাঁর ছেলে মাঠটা খুঁড়ে দিয়েছে। তিনি বলেন, পুলিশ ঠুঁটো জগন্নাথ। তাই আজ থেকে মাঠের পাহারা দেবে দলীয় কর্মীরা। তাঁর দাবি, প্রধানমন্ত্রীর সভা আটকানোর ক্ষমতা ওদের নেই।
এই ঘটনার কথা সম্পূর্ণ অস্বীকার করেন জগত দলের বিধায়ক সোমনাথ শ্যাম তিনি বলেন মাটি খুঁড়ে দেওয়ার কোনো প্রশ্নই নেই গতকাল বৃষ্টি হওয়ায় সেখানকার মাটিগুলোকে ড্রেসিং করে দেওয়া হচ্ছিল। আমি জানতাম না যে ও মাঠেই প্রধানমন্ত্রী আসবেন আমি তো অন্তর্যামী নই।