অবতক খবর,৩ এপ্রিলঃ দিনে দুপুরে জগদ্দলের এলান্স জুটমিলের ভেতরে মজুত থাকা জুটের ছাটের স্তূপে সোমবার বেলায় আগুন লাগে। মিল শ্রমিকরা সেই আগুন দেখতে পেয়ে দ্রুত খবর দেয় দমকলে। খবর পেয়েই দ্রুত মিলে পৌছায় দমকলের দুটি ইঞ্জিন। প্রখর গরমে যাতে আগুন অন্যত্র ছড়িয়ে পড়তে না পারে তার জন্য দ্রুত আগুন নেভানোর কাজে হাত দেন দমকল কর্মীরা। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। তবে কিভাবে আগুন লাগলো, তার সঠিক তথ্য জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।
ABTAK EXCLUSIVE