অবতক খবর,১৯ ডিসেম্বর: সব খেলার সেরা বাঙালির তুমি প্রিয় ফুটবল… কিংবদন্তী সংগীত শিল্পী মান্না দে-র সেই বিখ্যাত গান ক্রীড়াপ্রেমীদের মনে দোলা দেয়। ফুটবল খেলার জনপ্রিয়তাকে ধরে রাখতে উত্তর দমদম পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে একমাস ধরে আট দলের ছোট ফিঙ্গা ফুটবল লীগের খেলায় ক্রীড়া সংস্থা থেকে দর্শকদের ময়দানে উন্মাদনা উচ্ছ্বাস চোখে পড়ার মতো।

রবিবার ছোট ফিঙ্গা নজরুল স্পোর্টিং ক্লাবের পরিচালনায় ছোট ফিঙ্গা গ্রামবাসীদের সহযোগিতায় স্থানীয় ময়দানে শুরু হয়েছে পঞ্চম বর্ষের বিরাট ফুটবল লীগ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, খাদ্য মন্ত্রী রথীন ঘোষ, নববারাকপুর পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, উত্তর দমদম পুরসভার পুরপারিষদ সদস্য ও ক্রীড়া সংগঠক দেবাশিস ঘোষ, পুর প্রতিনিধি পিংকু কুমার ভৌমিক, সংঘ সভাপতি ইউনিস আলি, অন্যতম উদ্যোক্তা ইমরাম মন্ডল, মইদুল হক সহ বিশিষ্ট জনেরা।