অবতক খবর,২৯ জুনঃ ছেলের মৃতদেহ নিয়ে বসে রইলেন মা, পচা-গলা দেহ থেকে দুর্গন্ধ বেরোতে শুরু হলে স্থানীয় বাসিন্দারা হাবড়া থানায় খবর দেয় পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে হাবড়া হাসপাতালে পাঠায়। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনা জেলার হাবড়া থানার জয়গাছি বেলতলা এলাকায়।

স্থানীয় বাসিন্দাদের দাবি বছর 65 সুনীল দত্ত ও তার মা কমলা দত্ত একই বাড়ীতে দীর্ঘদিন বসবাস করছিলেন, দু’দিন ধরে হঠাৎ দুর্গন্ধ বেরোতে শুরু হয় মঙ্গলবার সন্ধ্যায় জালনা কাছে গেলে আরো বেশি দুর্গন্ধ বের হতে থাকে জানালা দিয়ে দেখতে পান সুনীলের মৃতদেহ আগলে বসে রয়েছেন মা কমলা দত্ত। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারাই হাবড়া থানায় খবর দেয় পুলিশ গিয়ে মৃতদেহটি ধার করে হাবরা হাসপাতালে পাঠায়।

তবে ছেলের মৃত্যু হয়েছে তিনি বুঝতেই পারছেন না, সেই কারণেই আগলে বসে রয়েছেন মৃতদেহ। তবে বয়স জনিত কারণের জন্য সেভাবে তাল মেলাতে পারেন না কমলা দত্ত।

ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।