বিপ্লবে বিশ্বাসী কমিউনিস্ট ছাত্রনেতা চন্দ্রশেখর প্রসাদকে আজ গুলি করে মেরেছিল রাষ্ট্র আশ্রিত দুর্বৃত্তরা। ঘটনাস্থল- সিওয়ান, বিহার। ৩১ মার্চ,১৯৯৭

ছেলেটা তেমন বড় কিছু করতো না
তমাল সাহা

ছেলেটা তেমন বড় কিছু করতো না
কমিউনিস্ট পার্টি করতো
শুধু কমিউনিস্ট পার্টি করতো না
লোকে বলতো নকশাল ছিল মানে দুর্ধর্ষ কমিউনিস্ট পার্টি করতো

ছেলেটা তেমন বড় কিছু করতো না
দিনবদলের কথা বলতো
লড়াইয়ের কথা বলতো
সাধারণ মানুষের সঙ্গে থাকতো
দলিতদের কথা, পিছড়েবর্গের কথা বেশি করে বলতো

ছেলেটা তেমন বড় কিছু করতো না
ছোটখাটো মানুষের মধ্যে থাকতো
একদিন খোলামেলা পথসভায় মানুষ গরিব কেন সে কথা বলছিল
ওই বড় জাত আছে না, বড়লোক আছে না তাদের বিরুদ্ধে বলছিল, শাসক কিভাবে শোষণ করে সে কথা বলছিল

ছেলেটা তেমন বড় কিছু করতো না
ছেলেটাকে সরাসরি গুলি করে মেরে দিল বড়লোকের স্যাঙাতরা
গুলিতে ঝাঁঝরা হয়ে গেল ছেলেটার বুক

ছেলেটা তেমন বড় কিছু করতো না
তবুও তাকে বাঁচিয়ে রাখা ঠিক হবে না
তাই ওরা বন্দুক তাক করে মেরে দিল

ছেলেটা তেমন বড় কিছু করতো না
তার রক্ত মাটিতে গড়ালো
সমাবেশের লাল ঝান্ডাগুলো ঝড়ো হাওয়ায় দুর্দান্ত উড়তে লাগলো