অবতক খবর,১৪ মে: ছাপ্পার প্রতিবাদে মার বিজেপি-র এজেন্টকে!

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজমিস্ত্রির কাজে মুম্বাই গিয়েছেন হাসন বিধান সভা কেন্দ্রের পঞ্চায়েতের নিমা পাখুরিয়া গ্রাম পঞ্চায়েতর কয়েক জন যুবক।
তারা ভোটের সময় গ্রামে ফিরতে পারেননি।

‘ছাপ্পা’ ভোটের প্রতিবাদ করায় বিজেপির এজেন্ট কে মারধর করার অভিযোগ ছড়ালো তৃণমূলের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে ছাপ্পা ‘ভোটের ‘ প্রতিবাদ করাতে বিজেপির এজেন্ট কে মারধর করার অভিযোগ ঘিরে সোমবার উত্তেজনা ছড়ালো তারাপীঠ থানার নিমা পাখুরিয়া গ্রাম।
বিজেপির অভিযোগ, ওই সমস্ত পরিযায়ী শ্রমিকেরা ভোট এলাকায় তৃণমূল কর্মীরা নাবালক দের দিয়ে ছাপ্পা ভোট দেয়াচ্ছিলেন। ভোট চলা কালীন গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের ২৩৮ নম্বর বুথে থাকা বিজেপি এজেন্ট অসীম মাল প্রতিবাদ করলে তাকে মারধর করে এবং বুথ থেকে বের করে দেয় বলে অভিযোগ। এর পরেই বাঁধে সংঘর্ষ। অভিযোগের আঙ্গুল ওঠে তির গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্য রেজিনা খাতুনের স্বামী রোনি শেখের দিকে।
ঘটনায় বিজেপির বুথ এজেন্ট সহ দু-পক্ষের দু -জন জখম হয়েছেন।

দু -জনেই রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায় এর পর এসডিপিও( রামপুরহাট )গোবিন্দ শিকদারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নিয়ে গ্রামে পৌঁছায়।এবং
নির্বাচন কমিশনারের অধিকারিকরা গ্রামে যান। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনায় কাউকেই আটক বা গ্রেফতার করা হয়নি বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।