অবতক খবর,৬ জানুয়ারি: স্কুলে ভর্তির জন্য নেওয়া হচ্ছে ‘অতিরিক্ত’ টাকা এবং তা দিতে অস্বীকার করায় স্থানীয় পঞ্চায়েত প্রধানের ভাই কিছু ছাত্র-ছাত্রীকে ‘মারধর’ করেছেন। এই ঘটনার প্রতিবাদে ছাত্র বিক্ষোভে সোমবার উত্তাল হয়ে উঠল মুর্শিদাবাদের সাগরপাড়া থানার খয়রামারী হাই স্কুল। বিক্ষোভের সময় ছাত্র-ছাত্রীরা দীর্ঘক্ষণ গ্রামের রাস্তা ও ধনিরামপুর-ডোমকল রাজ্য সড়ক অবরোধ করে রাখেন।
সাগরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পথ অবরোধ তুলতে গেলে উত্তেজিত ছাত্রছাত্রী পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে। শুধু তাই নয়, বিক্ষোভের সময় ছাত্রছাত্রীরা স্কুলের দরজায় তালা লাগিয়ে দেন। কোনও শিক্ষক বা শিক্ষাকর্মীকে সকালে স্কুলে ঢুকতে দেয়নি ছাত্র-ছাত্রীরা।
তাদের দাবি, স্থানীয় পঞ্চায়েত প্রধান যতক্ষন না তাদের কাছে ক্ষমা চাইবেন, তারা এই বিক্ষোভ চালিয়ে যাবেন।
সোমবার দুপুর নাগাদ স্থানীয় বিডিও এবং সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক স্কুলে পৌঁছে বিক্ষোভরত ছাত্র-ছাত্রীদের সাথে আলোচনা শুরু করেছেন।