অবতক খবর :: বহরমপুর :: আজ লালগোলার লোকাল ফতেপুর গ্রামে ছাত্র ফেডারেশন অফ ইন্ডিয়া পক্ষ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীদের হাতে খাতা পেন পেন্সিল রাবার কাটার বক্স স্কেল তুলে দেয়া হলো।
এসএফআইয়ের জেলা সভাপতি জোসেফ হোসেন নেতৃত্বে ফতেপুর এলাকায় গরিব পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের হাতে দেওয়া হল পড়াশোনা সামগ্রী। করোনা ভাইরাসের কারণে স্কুল কলেজ বন্ধ হলেও যাতে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার কোনো অসুবিধা না হয় সেই কারণে এই উদ্যোগ বলে জানা যাচ্ছে।