অবতক খবর,৭ ফেব্রুয়ারী : ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি ভবাণী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে, জলপাইগুড়ি জেলা পুলিশের নির্দেশে এবং ময়নাগুড়ি থানার পক্ষ থেকে পানবাড়ি ভবানী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সহযোগিতায় একটি সচেতনতামূলক শিবরের আয়োজন করা হলো শুক্রবার।সচেতনতার অভাবে অনেক ছাত্র ছাত্রী বিভিন্ন ভাবে প্রতারণার শিকার হচ্ছেন।

যার জেরে অনেক সময় ভালো মন্দ কিছু না বুঝেই বাড়ি থেকে বেরিয়ে পড়েন লোভ লালসার খপ্পরে। আর বিষয়টি অধিকতর ভাবে দেখা যায় উঠতি ছাত্র ছাত্রীদের মধ্যে। তাই তাদেরকে সচেতন করতে উদ্যোগ গ্রহণ করেছেন জলপাইগুড়ি জেলা পুলিশ। এদিন ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি ভবানী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে শিবিরটি অনুষ্ঠিত হয়। এদিন ছাত্র ছাত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) সমীর আহমেদ, ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ,পানবাড়ি ভবাণী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীনেশ সিনহা, রামসাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরোজ প্রধান সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা।

মূলত, বাল্য বিবাহ, হিউম্যান ট্রাফিকিং, এন্টি ড্রাগস এবং সেফ ড্রাইভ সেভ লাইফের উপরে শিবিরটি অনুষ্ঠিত হয়। ছাত্র ছাত্রীদের বিষয়গুলি জানানো হয় এবং এই ধরনের কোনো বিষয় ঘটলে শিক্ষক শিক্ষিকা কিংবা পুলিশ প্রশাসনকে জানানোর কথা বলা হয়। পাশাপাশি বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার, লাইসেন্স নিয়ে গাড়ি চালানো এবং একটি বাইকে দুইজনের বেশি ওঠানো যাবে না সহ একাধিক বিষয়ে আলোচনা করা হয়।

এই বিষয়ে জলপাইগুড়ি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) সমীর আহমেদ বলেন,” জেলা পুলিশের নির্দেশে এই সচেতনতার শিবিরটি অনুষ্ঠিত হলো। জেলার বিভিন্ন প্রান্তে এই ধরনের শিবির করা হচ্ছে। মূলত চাইল্ড ম্যারেজ, হিউম্যান ট্রাফিকিং, এন্টি ড্রাগস এবং সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতন করা হচ্ছে।”ছাত্র ছাত্রীদের সচেতন করতে পুলিশের সচেতনতামূলক শিবির।