শিলিগুড়ি :: ৭ মে :: আজ এস এফ আই ডাবগ্রাম লোকাল কমিটির উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রমণের ফলে গোটা দেশের শিক্ষা ব্যবস্থা আজ চরমে উঠছে, তাই নিয়ে আজ রাস্তায় নেমে প্রতিবাদ করলো এস এফ আই ডাবগ্রাম লোকাল কমিটির সম্পাদক গোপাল পাল। তিনি জানিয়েছেন, তাদের দাবীগুলিকে রাজ্যসরকার ও দেশের সরকার কে তুলে ধরেছেন।
দাবীগুলি হলো কলেজ ও বিশ্ববিদ্যিলয়ের ছাত্র ছাত্রীদের হোস্টেলের ফী মুকুব করতে হবে, লকডাউনের পর স্কুল কলেজে অতিরিক্ত ক্লাসের মাধ্যমে সিলেবাস শেষ করতে হবে এবং বেসরকারি স্কুল কলেজের ফী মুকুব করতে হবে। ছাত্র ছাত্রীদের স্কালরসিপের টাকা দিতে হবে ও ৭৫% ক্লাস রুম ও ২৫% অনলাইন শিক্ষার প্রস্তাব বাতিল করতে হবে। সবার জন্য অনলাইন শিক্ষার সুজোগ সুনিশ্চিত না করে একে বাধ্যতামুলক করা জাবে না। পরীক্ষা না করে মূল্যায়ন করা যাবে না।
লোকাল কমিটির সম্পাদক গোপাল পাল আরো জানান, উপরিউক্ত দাবীগুলি সরকার ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখে বিবেচনা করে দেখবেন বলে তারা আশাবাদী।








